স্পোর্টস ডেস্ক : বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে সাবধানী শুরুর পরও ৭৪ রান করতেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। তামিম ইকবাল ফিরে যান দলীয় ৩০ রানে। ফজল হক ফারুকির বলে কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর শান্ত-লিটন কিছুটা গুছিয়ে ওঠার পর যখনই হাত খুলতে শুরু করছেন ঠিক তখনই মুজিব উর রহমানের বলে আউট হয়ে যান লিটন দাস। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি। এর ঠিক পরের ওভারেই ফিরলেন ইনফর্ম শান্তও। মোহাম্মদ নবী বল করতে এসে প্রথম বলেই পেলেন শান্তর উইকেট। স্লগ সুইপ করতে গিয়ে তিনি শর্ট ফাইন লেগে ধরা পড়েন মোহাম্মদ সালেমের হাতে। তাতে ১৬ বলে ১২ রান করেই থামলেন তিনি।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০