ডেস্ক নিউজ : বুধবার (৫ জুলাই) সকাল থেকে নৌরুটে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। ঢাকামুখী যাত্রী রাহেগা বানু জানান, শনিবার (৮ জুলাই) অফিস। কাজ করি পোশাক কারখানায়। অনেকদিন গ্রামে থেকে ভালো লাগল। আজ আবহাওয়াও ভালো লোকজনও কম; তাই রওনা হলাম। এতে কোনো ভোগান্তি হলো না। শুক্রবার (৭ জুলাই) ভিড় হবে তাই, আগেই ঢাকায় ফিরছি।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৪