স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জেতার পর এশিয়া সফরে এসেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ঢাকায় ১১ ঘণ্টা থেকে গেছেন কলকাতায়। সেখানে গিয়ে মানুষের মন জয় করেছেন। মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাকে দিয়েছে সংবর্ধনা। পেয়েছেন ‘মোহনবাগান রত্ন’ সম্মাননা।
বিকেলে যান মোহনবাগান ক্লাবে মার্তিনেজকে কয়েকটি প্রশ্ন করা হয়। তার জবাবও দিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মার্তিনেজকে। তিনি মেসির পেনাল্টি বাঁচিয়েছেন কি না সেই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ‘বাঁচিয়েছি। অনুশীলনে। তবে যা বাঁচিয়েছি তার থেকে বেশি গোল দিয়েছে ও। বিশ্বের সেরা ফুটবলারের পেনাল্টি বাঁচিয়েছি বলেই তো সফল হতে পেরেছি।’
পরের লক্ষ্য কী, তার জবাবও দিয়েছেন তিনি। মেসির সতীর্থ বলেন, ‘সামনেই কোপা আমেরিকা। আগে সেটা জিততে চাই। তার পরে আবার বিশ্বকাপ জিততে চাই।’কিন্তু পরের বিশ্বকাপে হয়তো মেসিকে পাবে না আর্জেন্টিনা। তাতে সমস্যা হবে না বলেই জানিয়েছেন মার্তিনেজ। বলেন, ‘আমাদের দলে সবাই বাঘের বাচ্চা। তাই কোনো অসুবিধা হবে না। আমরা আবার বিশ্বকাপ জিততে তৈরি।’
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/দুপুর ১:০৫