স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েতকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। প্রতিযোগিতাটিতে নবমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ভারতের মাথায়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুদল। শেষ পর্যন্ত টাইব্রেকারে সুনীল ছেত্রীর দল হারিয়ে দেয় অতিথি হয়ে খেলতে আসা কুয়েতকে।
এদিন কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও কুয়েত। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুদল। তাতে ১-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল কুয়েত। ফাইনালে শিরোপা নিশ্চিতের পাশাপাশি সে হারের প্রতিশোধও নিলো স্বাগতিকরা। এদিন বলের দখল ভারতের কাছেই বেশি থাকলেও আক্রমণে এগিয়ে ছিল কুয়েত। তারই ধারবাহিকতায় ম্যাচে আগে গোল পায় তারাই। ১৪ মিনিটে শাবিব আল খালিদির গোলে এগিয়ে যায় কুয়েত।
গোল খেয়ে তেতে ওঠা ভারত ৩৮ মিনিটে সমতায় ফেরে ভারত। সমতা ফেরানো গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাঙতে। প্রথমার্ধের সমতায় শেষ হয় খেলা। দ্বিতীয়ার্ধে আরও গোলের আশা করা হলেও দুদল খেলেছে সাবধানী ফুটবল। নিজেদের রক্ষণ সামলেই আক্রমণে উঠেছে তারা। এরই মধ্যে সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি কোনো পক্ষই। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। একই ফল থাকে অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে একটি করে শট মিস করে উভয় দলই। এরপর আরও একটি করে শট নেয় তারা। ভারত ষষ্ঠ শটে লক্ষ্যভেদ করতে সক্ষম হলেও ব্যর্থ হয় কুয়েত। গোলপোস্টের সামনে দেওয়াল হয়ে দাঁড়ানো ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত ঠেকিয়ে দেন কুয়েতের শট। তাতে সাফের নবম শিরোপা নিশ্চিত হয় ভারতের। ফাইনালের আগে সেমিফাইনালেও লেবাননের বিপক্ষে টাইব্রেকারে গড়িয়েছিল ভারতের খেলা। সে ম্যাচেও প্রতিপক্ষের একটি শট ঠেকিয়েছিলেন গুরপ্রীত।
টুর্নামেন্টে ৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ১৯৯৩ সালে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছিল ভারত। এরপর একে একে আরও ৮টি শিরোপা ঘরে তুলেছে প্রতিযোগিতার সফলতম দলটি। এর আগে ২০২১ সালে সবশেষ আসরেও শিরোপা জিতেছিল তারাই।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/রাত ১২:২১