ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু ভোট হয়, সিটি নির্বাচন তার প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি যা করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণে করি, সেটা আপনারা নিশ্চয়ই এতদিন বুঝতে পেরেছেন। আমরা জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আরও উন্নতি করুক, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উন্নয়ন শুধু নগরভিত্তিক নয়, তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে উন্নতি হয় সে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি যাতে হয়, সেই ব্যবস্থা নিচ্ছি। এক সময় রংপুর বিভাগ দুর্ভিক্ষ এলাকা ছিল। এখন আর সেখানে দুর্ভিক্ষ হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে মঙ্গা দূর হয়ে গেছে।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। যে জনগণ আপনাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। পরিকল্পনা করে এলাকার উন্নয়ন কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনার এলাকার সার্বিক উন্নয়ন কীভাবে করা যায়, সে পরিকল্পনা করুন। কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষের আস্থা-বিশ্বাসটা যেন অর্জন করতে পারেন; সেভাবে আপনাদের সবাইকে কাজ করতে হবে।
দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আমি জানি এখানে শুধু আমার দল নয়, অন্য দলেরও অনেকে আছেন। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিলো, কে দিলো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কাজ।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৫