স্পোর্টস ডেস্ক : রোববার (২ জুলাই) বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। ১৬ সদস্যের দলে আছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররাও।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইনের পরীক্ষা নিতে আসছেন আইপিএল মাতানো স্পিনার নূর আহমদ। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া লখনৌ সুপারজায়ান্টসের পেসার নাভিন উল হক এবং সানরাইজার্স হায়দ্ররাবাদের পেসার ফজলহক ফারুকিও থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
আফগানদের টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার ওয়াফাদার মোমান্দ। ২৩ বছর বয়সী পেসার লাল বলে দুইবার আফগানদের প্রতিনিধিত্ব করলেও সাদা বলের সিরিজে এবারই প্রথম। দুই টেস্টে দুটি উইকেট নিয়েছেন ওয়াফাদার। দুই বছর পর আফগানিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ। ক্যারিয়ারের অনেক ওঠনামার পর এই সিরিজে আবার দলে ফিরলেন আফগান ক্রিকেটের প্রথম দিককার এই তারকা।
ব্যাটারদের মধ্যে নতুন মুখ সেদিকুল্লাহ আতাল। ২১ বছর বয়সী এই ওপেনার ক্যারিয়ারে মোটে একটি টেস্ট ম্যাচ খেলেছেন। ওপেনিং পজিশনে আরও আছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করা রহমানউল্লাহ গুরবাজ।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টি-টোয়েন্টি দল:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নবীন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ, মুজিবুর রহমান।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:০০