স্পোর্টস ডেসক : শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ভারত হারিয়েছে লেবাননকে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত। দিনের প্রথম সেমিফাইনালেও খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানে ১০৬ মিনিটে গোলের দেখা পায় কুয়েত। শেষ পর্যন্ত এই এক গোলেই ফাইনালের টিকেট এনে দেয় কুয়েতকে।
কিন্তু ভারত-লেবানন ম্যাচের ফলের জন্য টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়। টাইব্রেকারে ভারতের প্রথম শট নেন অধিনায়ক সুনীল ছেত্রী। লেবাননের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি। কিন্তু প্রথম শটেই সুযোগ মিস করে বসে লেবানন। হাসান মাতুকের নেওয়া শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত।
এরপর ভারত বাকি তিন শটেই বল জালে পাঠালেও লেবাননের চতুর্থ শট উপরের পোস্টে লেগে লক্ষচ্যুত হয়। ফলে এক শট বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত হয়। শিরোপা জয়ের লক্ষে মঙ্গলবার (৪ জুলাই) মুখোমুখি হবে ভারত-কুয়েত। জয় পেলে আসরের সর্বোচ্চ নবম বারের মতো শিরোপা জিতে নেবে ভারত।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সকাল ৯:২৮