স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে দলগুলোর প্রস্তুতির অংশ হিসেবে আনঅফিসিয়াল ম্যাচ খেলার সুযোগ থাকছে। বাংলাদেশও নিজেদের প্রস্তুত করতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৯ সেপ্টেম্বর। তবে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দলের নাম এখনো নিশ্চিত হয়নি। বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা দলটি হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:৩০