স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। হারারেতে শনিবার (১ জুলাই) স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে শাই হোপের দল। তাতেই শেষ আশাটুকুও ফুরিয়ে গেল এক সময়ের প্রতাপশালী ক্যারিবীয়দের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কটিশদের বোলিং তোপে মাত্র ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় শাই হোপ-পুরানরা। জবাবে ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় রিচি বেরিংটনের দল। ই জয়ে টিকে থাকল স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলার স্বপ্ন।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫