স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। চোট কাটিয়ে এ ম্যাচে শুরুর একাদশে খেলবেন ডিফেন্ডার তারিক কাজী। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তারিক। কিন্তু পায়ের গোড়ালিতে পাওয়া চোটে ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল অবশ্য অনুশীলন করেছিলেন তারিক। বাংলাদেশের সমর্থকদের জন্য খুশির খবর যে, সব শঙ্কা কাটিয়ে কুয়েত ম্যাচে তিনি খেলছেন।
তারিকের জন্য শুরুর একাদশে জায়গা ছেড়ে দিতে হয়েছে রহমত মিয়াকে। ভুটান ম্যাচে তিনি তারিকের জায়গায়ই শুরুর একাদশে এসেছিলেন। এই একটি পরিবর্তন নিয়েই শেষ চারের ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ।
১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার আনন্দকে আরও বাড়াতে চায় বাংলাদেশ দল। কুয়েতকে হারিয়ে ২০০৫ সালের পর টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায় জামাল ভূঁইয়ারা।
প্রতিপক্ষ যদিও তুলনায় বেশ এগিয়ে। তবে লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসী হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বাংলাদেশের শুরুর একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া, তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ইশা ফয়সাল।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২০