বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : তিন শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদের দিন মাংস বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সামজিক সংগঠন এটেক্সা ও সেচ্ছাসেবী সংগঠন আশ্রয় বিদ্যাপিঠ। সংগঠন দু’টির টাকায় কেনা গরু ও এলাকাবাসীর দেওয়া মাংস দিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ নিয়ে সপ্তমবারের মতো উদ্যোগ বাস্তবায়ন করেছে এই দুটি সংগঠন।
বিকেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান।
এটেক্সা সভাপতি ও মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ, এটেক্সার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান, এটেক্সার উপদেষ্টা মো. আখতারুজ্জামান ইকবাল, মো. কামরুল ইসলাম লিটন, আনারুল করিম সিকদার মনির, তফসির শিকদার, মো. ওয়াসি উদ্দিন নাসিম, মো. জাফর আহমেদ, ইসহাক সুমন, এরশাদ আহমেদ, মো. শরিফ খান, ইশতিয়াক আশিক, অপু, জালাল হোসেন সাদ্দামসহ সংগঠনের সদস্যবৃন্দ।