স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুতেই অঘটন। আজ বুধবার ক্রিকেটের তীর্থ লর্ডসে ম্যাচের শুরুতেই হঠাৎ মাঠে ঢুকে পড়েন দুই প্রতিবাদী। তাদের হাতে ছিল কমলা রঙের পাউডার এবং তেল জাতীয় কিছু। যা মাঠে পড়ে যায়। নিরাপত্তারক্ষীরা এক জনকে আটকে দেন। অন্য জনকে পাঁজাকোলা করে মাঠছাড়া করেন জনি বেয়ারস্টো।
ইংল্যান্ডে বেশ কিছুদিন ধরেই তেল নিয়ে আন্দোলন চলছে। অ্যাশেজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যাচ ছিল। সেই ম্যাচের আগে ইংল্যান্ড দলের বাস আটকে দিয়েছিলেন আন্দোলনকারীরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও এই আন্দোলনকারীরা হুমকি দিয়েছিলেন। তাই সতর্কতা হিসাবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের জন্য বিকল্প ভেন্যু ঠিক রাখা হয়েছিল।
কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০০