ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার রাজধানী ব্লুমফন্টেইন, জোহান্সবার্গ, ফ্রি স্টেট, ইস্টার্নকেপ প্রদেশে গত তিন দিনে সন্ত্রাসীদের গুলিতে চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও এক প্রবাসী। সোমবার (২৬ জুন) ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে রিগান ইসলাম (৩৫) নামের প্রবাসী এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুসাবোলোর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রিগানকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এ সময় তার মাথায় ৩টি গুলি ও শরীরের বিভিন্ন অংশে আরও ৩টি গুলি লাগে। রিগান টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।
নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়া বাড়ির তাজু মিয়ার ছেলে। এর আগের দিন ২৫ জুন রাত সাড়ে ৭টার সময় ইস্টার্নকেপ প্রদেশের স্টেকস্প্রিট শহরের পাশের একটি দোকানে ঢুকে আব্দুল মতিন নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করে ডাকাতদের একটি দল। এ সময় তারা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। জানা যায়, মতিনের দেশের বাড়ি সিরাজগঞ্জে। ওই এলাকায় দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তিনি।
(২৪ জুন) সন্ধ্যার পর রাজধানী ব্লুমফন্টেইনের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ডাকাত দলের গুলিতে নিহত হন বাংলাদেশী প্রবাসী মাকসুদুর রহমান মহসিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটিতে কাজ করার সময় একটি ডাকাত দল দোকানে ঢুকতে গেলে মহসিন তাদেরকে বাধা দিতে চেষ্টা করেন। এ সময় তাকে মাথায় গুলি করে চলে যায় ডাকাতরা। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহসিনকে মৃত বলে ঘোষণা দেন।
মহসিনের দেশের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বলে জানা গেছে। একইদিন সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের একটি মুদি দোকানে ডাকাতির সময় গাড়ি চালক সজিব বড়ুয়াকে গুলি করে গুরুতর আহত করে ডাকাতরা। জানা যায়, সজিব যখন দোকনের কিছু জিনিসপত্র নামাচ্ছিল , এ সময় একদল ডাকাত দোকানে ঢুকে তার মাথায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে । পরে গুরুতরর আহত অবস্থায় তাকে জোহান্সবার্গের সেন্ট্রাল হাসাপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
সজিব বড়ুয়ার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার নানপুরে। এদিকে ২৪ জুন সন্ধ্যায় জোহান্সবার্গের সুয়েটোতে মোহাম্মদ হারুনুর রশিদ নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানে ডাকাত দলের গুলিতে নিহত হন। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, প্রথমে হারুনুরকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। তিনি গুরুতর আহত হলে তাকে রেখে পালিয়ে যায় ডাকাতরা। হারুনুরকে দ্রুত বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হারুনুরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসুরহাটে। তবে তিনদিনে চার প্রবাসী খুনের ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/বিকাল ৫:৫২