মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম

২০ বছর পর যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে। দেশটির ফ্লোরিডা ও টেক্সাসে মশাবাহিত এ রোগটিতে সংক্রমিত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন ফ্লোরিডার ও একজন টেক্সাসের বাসিন্দা। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অঙ্গরাজ্য দুটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) জানায়, ম্যালেরিয়া বিস্তারের বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে ফ্লোরিডা ও টেক্সাসের স্বাস্থ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ হয়ে উঠছেন।
 
গবেষণায় বলা হচ্ছে, মানবদেহের বিশেষ গন্ধে আকৃষ্ট হয় মশা। আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশা সুস্থ মানুষকে কামড়ানোর মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। কোনও কারণ ছাড়াই জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার ও হাত-পা পুরোপুরি ঢাকা পোশাক পরার পরামর্শ চিকিৎসকদের।
 
আফ্রিকা, এশিয়া এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নিয়মিতই ম্যালেরিয়া আক্রান্ত রোগী দেখতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে গত ২০ বছরে ম্যালেরিয়ায় কেউ আক্রান্ত হয়নি। তবে এবার সে রেকর্ড ভেঙে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit