আন্তর্জাতিক ডেস্ক : নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চীনে চতুর্থ সফর হবে। এক মাস আগেই মার্কিন প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছিল। তবে এখনো চীন সফরের তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে নেতানিয়াহু কংগ্রেসকে আশ্বস্ত করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা সব সময় রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় মিত্র।’
কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/বিকাল ৩:৪৩