ডেস্ক নিউজ : বিশ্বকাপে নেতৃত্বদানকারী বর্তমান সময়ের অন্যতম ক্রিকেটার বাবর আজমের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের এ দলটি কাপ জিততে যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাতকারে পাকিস্তানের এই গ্রেট এসব কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।
বাবরের প্রশংসা করে তিনি আরও বলেন, বাবর যা করে- পুরো দেশ তাকে অনুসরণ করে। আমার মতে এটি টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট ক্রিকেটই যেটাই হোক না কেন তার জন্য স্টেডিয়ামে দর্শক যান। বিশ্বের সবচেয়ে সুন্দর কভার ড্রাইভ বাবরের হাতে রয়েছে। পাকিস্তান দলে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং ফখর জামানের মতো ভালো ব্যাটার রয়েছে। অন্যদিকে শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহর মতো পেসার রয়েছে যা দলকে বিশ্বকাপ পেতে সাহায্য করবে। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আকরাম।
কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/রাত ৮:৫৮