স্পোর্টস ডেস্ক : ২০২৩ বিশ্বকাপে স্বাগতিক ভারতকে শিরোপার অন্যতম দাবিদার মানছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল চাচ্ছেন তিনি।
মুম্বাইয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুরালিধরন। তিনি সম্ভাব্য ফাইনালিস্ট প্রসঙ্গে বলেন, ‘আমি ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে লড়াই দেখার অপেক্ষায় আছি।’
মুরালির মতে, ‘ভারত অন্যতম ফেভারিট, কারণ তারা নিজেদের মাঠে খেলবে এবং তারা জানে ভারতে কীভাবে জিততে হয়। এটা খুবই আকর্ষণী ম্যাচ হবে এবং আমি এটি দেখতে চাই।’
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দ্রর শেবাগ। তার মতে উপমহাদেশের দলগুলো ভারতে হতে যাওয়া আসরে কন্ডিশনের সুবিধা পাবে এবং এগিয়ে থাকবে।
এবারের বিশ্বকাপ মাঠে গড়াবে ৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড খেলবে উদ্বোধনী ম্যাচে। স্বাগতিক ভারত নিজেদের মিশন শুরু করবে ৮ অক্টোবর। এদিন চেন্নাইয়ে প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ১৫ অক্টোবর, ভেন্যু আহমেদাবাদ।
কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:১১