স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের বিপক্ষে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। যদিও ‘বি’ গ্রুপ থেকে চার দলেরই শেষ চারের সম্ভাবন বেঁচে আছে। বুধবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ঠিক হবে এই গ্রুপ থেকে কোন দুই দল পাবে সেমির টিকেট।
সমীকরণ যেটাই বলুক বাংলাদেশ অবশ্য মরিয়া সেমিফাইনালে খেলার জন্য। ভুটানের বিপক্ষে তাই জয় ছাড়া কিছুই ভাবছে না হাভিয়ের কাবরেরার দল।
মঙ্গলবার ভুটান ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের জিততে হবে। তিন পয়েন্ট নিতে হবে। এটা সবার মাথাতেই আছে। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা জানি, ভুটান প্রথম দুই ম্যাচ অনেক ভালো খেলেছে। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।’
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ০-২ গোলে হারে লেবাননের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও মালদ্বীপের বিপক্ষে তুলে নেয় ৩-১ গোলের দারুণ এক জয়।
দুটি করে ম্যাচ শেষে লেবানন গ্রুপ টেবিলে সবার ওপরে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। বাংলাদেশ একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বরে। তাদের সমান পয়েন্ট নিয়ে মালদ্বীপ আছে তিনে। আর ভুটান পয়েন্ট শূন্য। তবে সমীকরণের মারপ্যাঁচে ভুটানেরও কিছুটা আশা আছে সেমিফাইনালে খেলার।
বাংলাদেশ অবশ্য এই জটিল সমীকরণ নিয়ে ভাবছে না। জামাল ভূঁইয়া বললেন, ‘এই ইকুয়েশন সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমিফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত। আমরা সবাই চাই এটা।’
যোগ করেন, ‘এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, সুযোগটা আমাদের হাতে আছে। এখন সবকিছু নির্ভর করছে আমাদের ওপর।’
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই দিন ৪টায় খেলবে লেবানন ও মালদ্বীপ। এ ম্যাচেই পরিষ্কার হয়ে সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশের কী করতে হবে।
কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/রাত ৯:১১