বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তেতৈয়া-ফুলতুলী গ্রামবাসীর উদ্যোগে মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি স্মরণে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় জয়লাভ করে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল।
রবিবার বিকালে কসবা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় শক্তিশালী কসবা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। এই খেলায় জয়লাভের ফলে টুর্নামেন্টের ১ম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিলো টুর্নামেন্টের আখাউড়া উপজেলার একমাত্র দল মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। দলের টিম ম্যানেজমেন্ট এর পক্ষে মোঃ ইয়াসিন সরকার জানান, সেমিফাইনালে তার দলের পক্ষে পাঁচ জন বিদেশি খেলোয়াড় সহ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের সময় মধ্যমাঠের খেলোয়ার আরিফের দেওয়া একমাত্র গোলে এগিয়ে যায় মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। অপরদিকে খেলায় নির্ধারিত সময়ে প্রতিপক্ষ দল গোল পরিশোধ করতে না পারায় ১-০ গোলে জয় পায় মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। খেলায় জয়ের ফলে মনিয়ন্দ গ্রামবাসী ও তাদের দর্শকদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি দেখতে কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিল। জানা গেছে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পিতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার স্মৃতি স্মরণে পরিচালিত এই টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনা করায় খেলা পরিচালনা কমিটি কে ধন্যবাদ ও অভিনন্দন জানায় মনিয়ন্দ গ্রামবাসী।
খেলা পরিচালনা করতে দেশের, প্রবাসের ও গ্রামবাসী সহ যারা বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন মনিয়ন্দ ইয়াছিন সরকার ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এসময় তারা জানান, এলাকার সম্মান রক্ষার্থে পরবর্তী ফাইনাল খেলায় জয়লাভ করতে সকলে মিলে পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা মাঠে যাব, সবার দোয়া ও সহযোগিতা থাকলে এ টুনামেন্টের ফাইনালে আমরাই বিজয়ী হবো ইনশাল্লাহ।…..…
কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:২৯