বিনোদন ডেস্ক : সদ্যই শুটিং শেষ হলো ‘আজ আকাশে চাঁদ নেই’ নাটকের। মারুফ হোসেন সজিবের গল্প ও নির্মাণে এতে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। নাটকের গল্পটি অনেকটা প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের লেখার আদলে বলার চেষ্টা করেছেন বলে জানান গল্পকার।
পিওর রোমান্টিক ধাঁচের এ নাটকটিতে ‘রূপা’ চরিত্রে কাজ করতে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি জানান, এই গল্পটি এত সুন্দর, বিশেষ করে গল্প বলার ধরণ এবং লেখার স্টাইল খুবই চমৎকার। গল্প পড়তে গিয়ে অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। যেটা হুমায়ূন আহমেদ স্যারের গল্প পড়লে ফিল হতো।
সাদিয়া আয়মান বলেন, ‘সজিব ভাইয়ার (মারুফ হোসেন সজিব) সঙ্গে বেশ কিছু কাজ করা হয়েছে আমার। গত ঈদে উনার লেখায় ‘দই ফুচকা’ ও ‘বাবুই পাখির বাসা’ দুটি নাটক ছিল হিট প্রোডাকশন। অসম্ভব ভালো সাড়া পেয়েছি। এবারও উনার দুটো গল্পে কাজ করেছি এবং একইসাথে পরিচালনায়ও। উনি এত সুন্দর করে গল্প লিখেন যে সেটা সাথে সাথে অনুভব হয়। ‘আজ আকাশে চাঁদ নেই’ কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।
সবচেয়ে মজার বিষয় হল- আমরা যখন ছবি পোষ্ট করেছি সেখানে অনেক অনেক পজেটিভ মন্তব্য পেয়েছি। শুধু তাই নয়, অনেকে এমন মন্তব্যও করেছেন যে, ‘হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে সাদিয়া আয়মানকে ‘রূপা’ বানাতেন’। তাদের কাছে হয়তো এমনটা মনে হয়েছে।’
এবারের ঈদে তার প্রায় দশটির মত নাটক প্রচারিত হবে জানান সাদিয়া আয়মান। নাটকগুলিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন খায়রুল বাসার, ইয়াশ রোহান, মনোজ প্রামাণিক, আব্দুন নূর সজল প্রমুখরা।
তিনি আরও বলেন, ‘এবার ঈদের কাজগুলো করতে গিয়ে বেশ ধকল গিয়েছে আমার উপর। এত বেশি কাজের চাপ ছিল, বাধ্য হয়ে অনেকগুলো কাজ ক্যান্সেল করতে হয়েছে। কারণ, টানা কাজ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি। ঈদের জন্য একদম নতুন ৯টা কাজ করেছি আর আগের একটা কাজ এবার ঈদে প্রচারে আসবে। সব মিলিয়ে মোট দশটা কাজ আসবে আমার। প্রত্যেকটা কাজ নিয়েই আমি অনেক বেশি আশাবাদী। তবে এরমধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগার। সবগুলো কাজ হয়তো সবার কাছে ভাল লাগবে না বা আলোচনায় আসবে না কিন্তু কয়েকটা কাজ নিয়ে আমার কাছে মনে হয়েছে আলোচনা হবে, দর্শকদের ভালো লাগবে।’
‘অনেকেই জুটি নিয়ে প্রশ্ন করেন, একই জুটির বেশি কাজ হচ্ছে! আমার কাছে মনে হয়, দর্শক যখন কাজ পছন্দ করে তখনই কিন্তু এক জুটির কাজ বেশি হয়। গত ঈদে খায়রুল বাসার ভাইয়ার সঙ্গে আমার কয়েকটা কাজ বেশ ভালো গিয়েছে, এবারও কিছু কাজ আসছে। তার মানে এই না যে, সব কাজ একজনের সঙ্গেই করেছি। আমি নিজেও একজনের সঙ্গেই বারবার কাজ করতে চাই না, সবার সাথে কাজ করতে চাই।’- যোগ করেন ‘ফুলের নামে নাম’ খ্যাত এ তারকা।
ঈদের আগে আগেই সব কাজ শেষ করেছেন বলে জানান সাদিয়া। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আগামীকাল বরিশাল যাবেন তিনি। কয়েক দিনের ছুটি কাটিয়ে ঈদের সপ্তাহেই আবার ঢাকায় ফিরবেন তিনি। ফিরে অংশ নিবেন আরও নতুন কিছু কাজে।
কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:২৫