স্পোর্টস ডেস্ক : ঈদের পরে আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় পেলেই র্যাঙ্কিংয়ের পাঁচে উঠবে তামিম বাহিনী। অর্থাৎ আফগানদের হোয়াইটওয়াশ করতে হবে।
এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯৮। এর থেকে মাত্র ২ পয়েন্ট বেশি নিয়ে ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও পাঁচে ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে তিন ওয়ানডে জিততে পারলে তামিম ইকবালদেরও পয়েন্ট হবে ১০১। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দলটি পার করে যাবে প্রোটিয়া ও ইংলিশদের।
এ দিকে জয়ের বদলে তিন ম্যাচ হারলেই উল্টো বিপদে পড়তে হবে বাংলাদেশকে। তখন বর্তমান র্যাঙ্কিং হারিয়ে আটে নামতে হবে। আর সাত নম্বরে উঠে আসবে আফগানিস্তান।
কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:০০