ডেস্ক নিউজ : সোমবার (২৬ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের জন্য আমার কষ্ট হয়, এতে পুরনো একটা রাজনৈতিক দল, গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করেছিল, অথচ তারাই এখন জনগণের কাছ থেকে বহু দূরে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তারা। দেশের তারা এমন অবস্থা করেছে যে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করে।
মতবিনিময় সভায় নির্বাচনকালীন সরকার বিষয়ে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের রুপরেখা তৈরির কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত রুপরেখা তৈরি হবে। আর নির্বাচনের আগে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
সরকারের পদত্যাগের দাবিতে ঈদের পর আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী আচরণ করছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার মতো আর কেউ নেই, ক্ষমতাসীনদের এমন মন্তব্য ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। নির্বাচনের বিষয়ে তিনি বলেন,নির্বাচন হতেই হবে, তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি না হওয়ায় সরকারের পদত্যাগ অবধারিত।
এক্ষেত্রে অতীতে মতো অভ্যুত্থানেই সরকারের পতন হবে বলে জানান তিনি। ক্ষমতাসীনদের আচরণের কারণেই যুক্তরাষ্ট্র বিরক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ইস্যুতে পশ্চিমা বিশ্ব সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন দিতেই হবে- না হলে বিদায় নিতে হবে। ক্ষমতাসীনদের স্বৈরাচারি আচরণে বিরক্ত হয়েই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।
সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব আরও বলেন, সেন্টমার্টিন না দিলে যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে না পারেন, তাহলেতো তিনি আর ক্ষমতায় নেই। এ সময় মিডিয়াকে নিয়ন্ত্রণের ফলে সত্য খবর প্রচার হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম।
কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৯