ডেস্ক নিউজ : ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সড়কে নেই যানজট। তবে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
সোমবার সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। যানজট না থাকলেও রয়েছে গাড়ির সংকট। এ সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
অনেকে গণপরিবহন না পেয়ে ছুটছেন বিকল্প উপায়ে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ ৪ লেন মহাসড়কের কাজ সিংহভাগ সম্পন্ন হওয়ায় নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন।
কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/দুপুর ২:০৫