স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের বিপক্ষে এবারের জয়টা বিশেষ। কারণ সাফের লড়াইয়ে ২০ বছর পর মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়লেও হতাশ না হয়ে খেলায় ফিরেছে কাবরেরার শিষ্যরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল। আর বাংলাদেশের এই ম্যাচে ফেরার অন্যতম নায়ক উইঙ্গার রাকিব হোসেন। কারণ তার প্রথম গোলেই সমতা টানে বাংলাদেশ।
রাকিবের গোলটা যেমন বাংলাদেশের জন্য বিশেষ কিছু, তেমনি তার নিজের জন্যও। কারণ দলের প্রয়োজনে করা এই গোলটি সাফ চ্যাম্পিয়নশিপে তার প্রথম গোল। ম্যাচের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাকিব বলেন, ‘বাংলাদেশের হয়ে আমার গোল থাকলেও সাফে প্রথম। গোল করেছি এবং বাংলাদেশ জিতেছে, ভালো লাগছে।’
খেলার ধরনে উন্নতি নিয়েও কথা বলেছেন রাকিব। জানিয়েছেন ম্যাচ জেতার কৌশল, ‘আমাকে ফিট হতে দলের সবাই সহায়তা করছে। কোচ আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা আগে লং বল খেলতাম এখন পাসিং এবং বিল্ড আপ ফুটবল খেলছি। আক্রমণাত্মক ফুটবল খেলায় জিততে পেরেছি।’
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ জয়টা বাংলাদেশের জন্য বেশ বড় আনন্দর উপলক্ষ্য হলেও এখনই সেই জয়ের আনন্দে ভেসে যেতে চান না রাকিব। তার লক্ষ্য এখন ভূটান ম্যাচ, যে ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের।
এ প্রসঙ্গে রাকিব বলেন, ‘সামনে ভূটান ম্যাচ। সেটিও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখনই আমরা আনন্দ করতে চাই না। ঐ ম্যাচের উপরই সেমিফাইনাল নির্ভর করছে।’আগামী বুধবার (২৮ জুন) ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সেমিফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হবে রাকিব-জামালদের।
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৯:০০