স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ফরাসি আউটলেট টেলিফুটের সঙ্গে আলাপকালে জিদান বলেন, ‘ফ্রান্সে বাস করা আর কাজ? কিছুই বাতিল করা যাচ্ছে না। আমি জানি কোনটা চাই আর কোনটা চাই না। বিরতি নিলেও আমার সামনে একটা অফার আছে। শিগগিরই আমি নিজেকে বলতে পারব, আবার কোচ হচ্ছি।’
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:৪৩