লাইফস্টাইল ডেস্ক : কোরিয়ার নারীদের পাশাপাশি পুরুষদের ত্বকও দীপ্তিময় চাকচিক্য লক্ষ করা যায়, যা পৃথিবীর কোনো দেশের পুরুষদের মধ্যেই পাওয়া যায় না। কেন জানেন? আসলে কোরিয়ান পুরুষরা তাদের ত্বক নিয়ে বেশ সচেতন। আর এ কারণেই প্রতিদিন অন্তত ২০ মিনিট সময় তারা ব্যয় করেন ত্বকের পরিচর্যায়।
ত্বক পরিষ্কার করতে তাদের প্রথম পছন্দ অয়েল বেস ক্লিনজার। ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে তাই ত্বকে নারিকেল তেল ম্যাসাজ করে একটি ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
কোরিয়ান পুরুষরা নিয়মিত ত্বকের ম্যাসাজ ও সিট-ফেসিয়াল মাস্ক ব্যবহার করেন, যা ত্বকের ঔজ্জ্বল্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। এ ছাড়া দিনের বেলা ঘরের বাইরে বের হলে কোরিয়ান পুরুষরা সানস্ক্রিন প্রোডাক্ট ব্যবহার করেন। পাশাপাশি রাতে তারা ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করেন ময়েশ্চারাইজার।
যদি কোরিয়ান পুরুষদের মতো ত্বকে এমন দীপ্তিময় আভা পেতে চান, তবে আজ থেকেই কোরিয়ান পুরুষদের লাইফস্টাইল ফলো করতে পারেন। তাহলে ঈদের আগেই নিজের রূপে এক অসাধারণ পরিবর্তন লক্ষ করবেন আপনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:২৮