ডেস্ক নিউজ : রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট; তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে৷’
এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যায় প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে।
এর প্রভাব পড়ছে বাংলাদেশেও৷ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে এখনও ৩৫তম অবস্থানে৷ অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার। রিজার্ভের অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়েই রিজার্ভে টান পড়েছে৷
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:১৫