স্পোর্টস ডেস্ক : শনিবার (২৪) হারারে স্পোর্টস ক্লাবে ২৬৯ রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ২৩৩ রানে। ফলে ৩৫ রানের জয় পায় জিম্বাবুয়ে। এই জয়ের মাধ্যমে ক্যারিবীয়দের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে সাড়ে ছয় বছর পর উদযাপনের দেখা পেল জিম্বাবুয়ে।
এ দিকে ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় জরিমানা করা হয়েছে উইন্ডিজদের। শাস্তি হিসেবে দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা দিতে হবে। দলটির অধিনায়ক শাই হোপ নিজেদের দোষ স্বীকার করে এই জরিমানা দিতে রাজি হওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার বোলিংয়ে পিছিয়ে ছিল। এ কারণে ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।
উইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ক্যারিবীয়রা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস।
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:১৪