স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের একাদশের দুটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে শুরু করা একাদশের থেকে আজকের ম্যাচে নেই লোন স্ট্রাইকার সুমন রেজা ও লেফট উইঙ্গার মজিবর রহমান জনি।
তাদের জায়গায় আজ শুরু থেকে খেলবেন রাকিব হোসেন ও মোহাম্মদ হৃদয়। এই দুই পরিবর্তনে বেশ বোঝা যাচ্ছে ঘর সামলে আজ বাংলাদেশ জোড় চেষ্টা করবে গোল করতে না পারার ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার।
আগের ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাশনে খেলা বাংলাদেশ আজ মালদ্বীপের বিপক্ষে মাঝমাঠের শক্তি বাড়াতে চাইছে আবাহনীর তরুণ মিডফিল্ডার হৃদয়কে শুরুর একাদশে নিয়ে। পোস্টের দায়িত্বে যথারীতি আনিসুর রহমান জিকো। তার সামনে চার রক্ষণভাগের সৈনিক তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও ইশা ফয়সাল।
ডিফেন্স লাইনের সামনে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে থাকবেন দুই অভিজ্ঞ জামাল ভুঁইয়া ও সোহেল রানা। তাদের ঠিক সামনে আক্রমন সাজানোর দায়িত্বে থাকবেন আবাহনীর দুই মিডফিল্ডার সোহেল ও হৃদয়। আর সামনে গোলের দায়িত্বে রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম। আজ জিততে না পারলে সেমিফাইনালে খেলা কঠিন হয়ে যাবে বাংলাদেশের। আর হেরে গেলে আগের পাঁচবারের মতো বিদায় নিতে হবে প্রথমপর্ব থেকেই।
শুরুর একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইশা ফয়সাল, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।
কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮