জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্ট্রেরেট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ লালমনিরহাট সরকারী কলেজকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি ২-২ গোলে অমীমাংশিত থেকে শেষ হয় । পরে টাইব্রেকারে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ ৩-২ গোলে লালমনিরহাট সরকারী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল দাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় শেখ শফি উদ্দিন কমার্স কলেজের শাহিন এবং খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় লালমনিরহাট সরকারি কলেজের আব্দুর রাজ্জাক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার মুল রেফারির দায়িত্বে ছিলেন, আনোয়ার ঢালী, সহকারী রেফারি হিসেবে ছিলেন পলাশ ও বদরুল ইসলাম। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন লালমনিরহাট রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল খেলায় জেলার মোট ১০টি কলেজ অংশ গ্রহন করে।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৮:৩৮