স্পোর্টস ডেস্ক : বাঘের চামড়ার ছাপ খচিত লাল-কালো রঙের মিশেলে গড়া জার্সি পরে খেলতে নামবেন সাকিবরা। দলটির কোচ হিসেবেও থাকছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। আর লিটনের গায়ে জড়ানো থাকবে হলুদ রঙের জার্সি। হাতায় বেগুনি রঙের ছাপ। আর জার্সির নিচে হুংকার দিচ্ছে জাগুয়ার।
ছয় দলের এই টুর্নামেন্টে রয়েছে টরন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স।
মাঝে দুই বছর বিরতি থাকার পর শুরু হচ্ছে এবারের কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আগামী ২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট, চলবে ৬ আগস্ট পর্যন্ত। সাকিব-লিটনদের এরই মধ্যে এই লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুজনে পুরো আসরে খেলবেন।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৩:৩৪