স্পোর্টস ডেস্ক : অনেক আশার বাণী শোনানোর পর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হলো পরাজয় দিয়ে। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রি কানতিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হেরে গেছে হাভিয়ের কাবরেরার দল। ফিফা র্যাংকিংয়ের ৯৯ নম্বর দল লেবাননের হয়ে ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করেন হাসান মাতৌক। এরপর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে জয়সূচক গোলটি করেন খলিল বাদের।
র্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে শুরু থেকেই দারুণ রক্ষণ জমিয়েছিল বাংলাদেশ। সেইসঙ্গে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। দ্বাদশ মিনিটে ইসা বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার চেষ্টায় ফাউলের শিকার হন। ফ্রি কিক থেকে সাফল্য পাননি অধিনায়ক জামাল ভুঁইয়া। ৪৪তম মিনিটে পাসিং ফুটবলে গোছাল আক্রমণে ওঠে বাংলাদেশ। তপুর পাস ধরে ফাহিম ডান দিক দিয়ে ঢুকে পড়েন বক্সে। দুরূহ কোণ থেকে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের শট ফেরান গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনে লেবানন। ৬০তম মিনিটে নিজেদের সেরা সুযোগ পায় বাংলাদেশ। হৃদয়ের লম্বা পাস ধরে গোলরক্ষককের একা পেয়েও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল করতে ব্যর্থ হন ফাহিম। ৮০তম মিনিটে আচমকাই ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ। তারিকের পা থেকে বল নিয়ে হাসানকে পাস দেন কারিম দারউচ। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন হাসান। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে করিম দারবিশের পাস থেকে জয়সূচক গোলটি করেন খলিল। আগামী রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/রাত ৮:৩৫