স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানান আওয়ামী লীগের এ নেতা।
এদিকে আজই (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন ইস্যুতে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫