স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২২ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন। প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির লেবানন। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবাননের সামনে ১৯২তম স্থানে থাকা বাংলাদেশ স্বাভাবিকভাবেই পাত্তা পাওয়ার কথা না। তবে সাফের কঠিন লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ থেকেও পয়েন্ট আদায় করতে চান কোচ হাভিয়ের ক্যাবরেরা। তাই বাংলাদেশ যে আজ রক্ষণাত্মক ফুটবল বেছে নেবে তাতে সন্দেহ নেই।
অথচ মাত্র ১২ বছর আগে এই লেবাননকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১১ সালে ঢাকায় জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরীর গোলে ২-০ গোলে হারিয়েছিল পশ্চিম এশিয়ার দলটিকে। অথচ পেছাতে পেছাতে বাংলাদেশ এখন তলানিতে। দুদলের মধ্যে র্যাঙ্কিংয়ের তফাৎ ৯৩! ২০০৯ সাল থেকে সাফের গ্রুপপর্ব আর পেরোতে পারেনি বাংলাদেশ। সেই হিসেবে এবারও গ্রুপপর্ব পার করাটা আরও কঠিন হবে বাংলাদেশের জন্য। তাই শিরোপা তো দূরের কথা, বাংলাদেশের জন্য গ্রুপপর্ব পার করাটাই যেন বড় অর্জন দক্ষিণ এশিয়ার এই ফুটবলযজ্ঞে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, ঈসা ফয়সাল, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, সুমন রেজা।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৫:০০