স্পোর্টস ডেস্ক : প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিকের অফের আগে হাতে পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সার্টিফিকেট। পরে গোল করে দলকে জিতিয়ে উপলক্ষ্যটা রাঙালেন। ম্যাচ শেষে তাই বেশ উচ্ছ্বসিতই দেখা গেল সিআর সেভেনকে।
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে মঙ্গলবার রাতে আইসল্যান্ডকে ১-০ গোলে হারায় পর্তুগাল। ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। ম্যাচের পর উয়েফা ওয়েবসাইটকে রোনালদো বলেন, ‘আমার জন্য এটা (২০০তম ম্যাচ) অবিশ্বাস্য অর্জন, অসাধারণ। অবশ্যই গোল করে দলকে জেতাতে পারাটা উপলক্ষ্যটাকে আরও বিশেষ করেছে।’
স্টেডিয়ামে উপস্থিত সবাইকে এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, ‘আমি স্টেডিয়ামে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে যেভাবে আমাকে ও পর্তুগাল জাতীয় দলকে সমর্থন করেছে তাতে আমরা ভীষণ আপ্লুত। এমন একটা বিশেষ দিন স্মরণীয় করে রাখায় আইসল্যান্ডের সকলকে জানাই ধন্যবাদ।’
২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে ২০ বছর পার করে দিলেও এখনও অবিচল তিনি। স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইট, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসে খেলার পর ক্লাব ক্যারিয়ারে তার এখনকার ঠিকানা সৌদি আরবের আল-নাসর। ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সুপারস্টারের গোল সংখ্যা এখন রেকর্ড ১২৩টি।
রোনালদোকে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচ বেছে নিতে বলা হয়েছিল এদিন। কিন্তু রোনালদো নির্দিষ্ট কোনো ম্যাচের কথা উল্লেখ করেনি, ‘যে কোনো একটি বেছে নেওয়াটা কঠিন। আমার অনেক স্মরণীয় মুহূর্ত আছে। ২০১৬ ইউরো, নেশন্স লিগ… অনেক সুন্দর মুহূর্ত আছে। তাই আমি পরবর্তী ম্যাচকে সেরা বলতে পছন্দ করি।’
কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪