স্পোর্টস ডেস্ক : ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারলেন না একেবারেই। মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারলেন, তবে কেউই ইনিংসটাকে বড় করতে পারলেন না। ফলে ভারতের দেওয়া লক্ষ্যও আর টপকানো হলো না। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এসিসি উইমেন্স ইমার্জিং টিমস কাপের ফাইনালে বুধবার বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছে ভারত। হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের ইনিংসে একবার বৃষ্টি বাগড়া দিলেও পরে ম্যাচ হয়েছে ঠিকই। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে আগের দিন সেমিফাইনালে পাকিস্তানকে হারানো বাংলাদেশ। ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লতা মন্ডলের নেতৃত্বাধীন দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি। নাহিদা আক্তার সর্বোচ্চ অপরাজিত ১৭ রান করেন। সাত নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটারই শেষ আশা হয়েছিলেন। তবে বাকিদের থেকে সহায়তা পাননি। ২২ বলে ১ চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। এছাড়া ওপেনার সাথী রানী ১১ বলে ১৩ ও সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ রান করেন।
ভারতের শ্রেয়াঙ্কা পাতিল ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন। ৩ উইকেট নিয়েছেন মান্নাত কাশ্যপ। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের পুঁজি গড়েছে দলটি। সর্বোচ্চ রান দিনেশ ভ্রিন্দার।
২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন তিনি। পাঁচ নম্বরে নেমে কনিকা আহুজা ২৩ বলে ৪ চারে অপরাজিত ৩০ রান করেন। এছাড়া ওপেনার উমা চেট্রির ব্যাট থেকে এসেছে ২০ বলে ২২ রান।বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান।
কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/বিকাল ৪:১৯