স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অংশ হতে পারতেন জোয়াও কান্সেলোও। ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরার কথা ছিল তারও। কিন্তু এমন সৌভাগ্য তার সয়নি। বিভিন্ন কারণে পেপ গার্দিওলার বিরাগভাজনে পরিণত হয়ে ম্যানচেস্টার সিটির একাদশে জায়গা হারান পর্তুগালের ফুলব্যাক। সময়ের অন্যতম সেরা হিসেবে বেঞ্চে বসে থাকাটা পছন্দ করেননি তিনি। তাই ক্লাব বাধ্য হয়ে তাকে ধারে পাঠিয়ে দেয় বায়ার্ন মিউনিখে।
বুন্দেসলিগার ক্লাবটাতেও দারুণ পারফর্ম করেছেন তিনি। লিগে ১৫ ম্যাচ খেলে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি। বায়ার্নের সুযোগ ছিল স্থায়ীভাবে তাকে কিনে নেওয়ার। কিন্তু বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা সে সুযোগ গ্রহণ করেননি। তাই বাধ্য হয়ে ফের ইতিহাদ স্টেডিয়ামে ফিরতে হচ্ছে তাকে। সাময়িকভাবে ম্যানচেস্টার সিটিতে ফিরলেও এই দলবদল মৌসুমেই সিটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাবেন কান্সেলো, সেটা মোটামুটি নিশ্চিত। শুধু কান্সেলোই নয়, পেপ গার্দিওলাও চান না কান্সেলো সিটিতে থাকুক। তাই ক্লাব ছেড়ে যাওয়াটা এক প্রকার নিশ্চিত। কান্সেলো যে সিটি ছাড়ছেন তার ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন সিটির বস গার্দিওলা। কাইল ওয়াকারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেকটাই এগিয়ে গেছে সিটিজেনরা।
কোথায় যাবেন কান্সেলো? -এখন পর্যন্ত বেশ কয়েকটি বপর ক্লাব তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে। যে তালিকায় আছে প্রিমিয়ার লিগের রানার্সআপ আর্সেনাল থেকে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা পর্যন্ত। তবে বাকিদের চেয়ে বার্সেলোনার আগ্রহটাই একটু বেশি। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই কান্সেলোকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি দাবি করেন, সিটি তাকে বার্সেলোনার কাছে বিক্রি করতে আগ্রহী নয়।
টিভি থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘আমরা কান্সেলোকে চেয়েছিলাম, তারা ওকে আমাদের কাছে বিক্রি করতে চেয়েছিল এবং আমরা তাদের সম্মতিও জানিয়েছিলাম। কিন্তু শেষে তারা আমাদের জানায় যে, ম্যানচেস্টার সিটি চায় না সে বার্সায় আসুক। এটাই সত্যি।’কিন্তু জাভির এই দাবি অস্বীকার করেন গার্দিওলা। তিনি এটাকে ভুল বুঝাবুঝি বলে দাবি করেন।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০