বিনোদন ডেস্ক : একজন লাক্স চ্যানেল আই সুপারস্টার, অন্যজন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। বলছি, মিম মানতাসা ও জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা। দুজন একই বছরে অর্থাৎ ২০১৮ সালে ভিন্ন প্লাটফর্ম থেকে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এবার প্রথমবারের মত এই দুজন একসঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন দেশের নামকরা ফ্যাশন হাউজ ‘মেহের’ এর।
রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তাদের দুজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার সামিনা সারা। এ সময় আরও উপস্থিত ছিলেন মুমতাহিনা চৌধুরী টয়া, নুসরাত ফারিয়া, শবনম ফারিয়া, সৌমিক আহমেদ, ইশরাত জাহিন, আনিকা আলম, ফেরদৌস বাপ্পী, সাদিয়া জাহান প্রভা, ডন সামদানী প্রমুখ।
এদিন একইসাথে প্রতিষ্ঠানটির ফ্লাগশিপ স্টোরের পাশাপাশি নতুন আউটলেট উদ্বোধন করেন। শুধু তাই নয়, এদিন ছেলেদের জন্য নতুন একটি ব্র্যান্ডের যাত্রা শুরু করে। মিম মানতাসা বলেন, ‘আমার পছন্দের তালিকায় ‘মেহের’ প্রথমদিকে। সামিনার সঙ্গে অনেক দিনের পরিচয় আমার। সে খুব মেধাবী এবং পরিশ্রমী। আর একটা বিষয়ে না বললেই নয়, তার পছন্দ খুবই চমৎকার। ট্রেন্ডি বিষয়গুলোকে মাথায় রেখে সে এত সুন্দর সুন্দর ডিজাইন করে যা সত্যি দারুণ। ‘মেহের’ এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত।’
গত বছর যাত্রা শুরু করে ফ্যাশন হাউজ ‘মেহের’। সেলিব্রেটিদের কাস্টমাইজড পোশাকের পাশাপাশি স্পেশাল গাউন, ব্রাইডাল ওয়্যারের জন্য অভিজ্ঞ এটি। এর পাশাপাশি ছেলেদের জন্য এবং বেবিদের জন্যও ডিজাইনড পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটির কর্ণধার সামিনা সারা বলেন, ‘‘মেহের’ এর শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি। সে ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে মানতাসা এবং ঐশীকে নিযুক্ত করি।
এটা একটা ফ্যান্সি ব্র্যান্ড যেখানে সবাই তাদের পছন্দমত অনেক কিছুই পাবেন। ট্রেন্ডি বিষয়টা মাথায় রেখে কাজ করি যে কারণে সবাই বেশ পছন্দ করেন। আগামীতে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও ‘মেহের’কে ছড়িয়ে দিতে চাই।’
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৪:৩৯