বিনোদন ডেস্ক : ভারতীয় সিরিয়াল ‘কাসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেতা সেজান খানের নামে নির্যাতনের অভিযোগ করেছেন নিজেকে তার স্ত্রী দাবি করা আয়েশা পিরানি।
২০০১-এ ‘কাসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে নজর কেড়েছিল অনুরাগ বসুর চরিত্রটি। সেই ভূমিকায় অভিনয় করে রাতারাতি সকলের প্রিয় হয়ে ওঠেন সেজ়ান খান। অনুরাগের চরিত্রের জন্য এখনও সমান জনপ্রিয়তা পান। অনুরাগ ও প্রেরণার পর্দায় রসায়ন ছিল অসম্ভব জনপ্রিয়। অভিনেতার হাসির জাদুতে ঘায়েল হতেন তাঁর মহিলা অনুরাগীরা।
আয়েশার দাবি ,সেজ়ান ও তাঁর প্রেমিকা আফশীন দু’জনে মিলে তাঁকে হেনস্থা করছেন। তাঁরা অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন, ভয়েজ নোট পাঠাচ্ছেন তাঁকে। গত বছর অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান আয়েশা। তাঁকে দেখামাত্রই নাকি কথা না বলেই সেখানে থেকে পালিয়ে যান, দাবি করেছেন সেজানের স্ত্রী।
২০২১ সালে প্রথম সেজ়ান খানের বিয়ের খবর শোনা যায় আয়েশার সঙ্গে। যদিও এই বিয়েকে কখনওই স্বীকার করেননি সেজ়ান। বরাবরই বলে এসেছেন আয়েশা তাঁর পাগল অনুরাগী। সেজ়ানের কথায়, ‘‘আমি কখনওই বিবাহিত ছিলাম নয়। এটা একেবারেই পাগলামি। আমার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে।”
শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি প্রেমিকা আফশীনের সঙ্গে বিয়ে সারবেন সেজ়ান। প্রায় চার বছরের সম্পর্ক। অবশেষে সেই সম্পর্ককেই পরিণতি দিতে চাইছেন অভিনেতা। তবে তার আগে, এই আইনি জট থেকে তাঁকে বেরোতে হবে। অভিনেতা কী ভাবে সেটা করেন, সেটাই দেখার।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/দুপুর ১:২৭