ডেস্ক নিউজ : আগের আসরের দল থেকে এবারের দলে সুযোগ পেয়েছেন মোট চারজন। তাদের মধ্যে আছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাওয়া নাঈম শেখও। দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শেখ মেহেদী হাসান। এই স্পিনারকেও সুযোগ দেয়া হলো ইমার্জিং এশিয়া কাপে। আর প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েই বাদ পড়া মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন দলে।
এবারের আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। জাকির হাসান সামলাবেন সহ-অধিনায়কের দায়িত্ব। এবারের দলে আছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের মোট ৮ জন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচের স্কোয়াডে থাকা শাহাদাত হোসেন দিপু এবং মুশফিক হাসানও আছেন এই দলে।
আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কায় হবে ইমার্জিং এশিয়া কাপ। আয়োজক চূড়ান্ত হলেও কোন ভেন্যুতে খেলা হবে সেটি এখনও জানানোর অপেক্ষায়। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১২ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে। ১৩ জুলাই টুর্নামেন্টের প্রথম দিনে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে সাইফের দল।
টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে আট দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাদের ‘এ’ দল পাঠাচ্ছে, বাকি তিনটি দল তাদের জাতীয় দল নিয়ে মাঠে নামবে। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, আরব আমিরাত ও নেপাল।
বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৯:০০