ডেস্ক নিউজ : শুক্রবার (১৬ জুন) মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক। তাদের নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা আছে। সেসব মামলা অটোমেটিক চালু হয়েছে, এর পেছনে সরকারের কোনো হাত নেই।’
তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচন থেকে পালাতে চায় বলেই সরকারকে দোষারোপ করে। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তো প্রতি ঈদের পর আন্দোলন করে! আমার প্রশ্ন: কোন ঈদের পর আন্দোলন করবে তারা?’তিনি বলেন, ‘বিএনপির উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, নির্বাচন ভন্ডুল করা; প্রশ্নবিদ্ধ করা। তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। সেটা তো হতে পারে না। তবে বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আমরা চাই তারা ভোটে আসুক। আমরা খেলে জিততে চাই।’
কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/বিকাল ৫:২১