আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রতিদ্বন্দ্বী জাতি গোষ্ঠী সদস্যদের মধ্যে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ সংঘর্ষে নারীসহ ৯ জন নিহত হয়েছে। রাজ্যটির খামেনলোক এলাকায় গুলি চালানোর ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সঙ্গে আহত হয় আরও কয়েকজন।
বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়। সূত্র অনুসারে, আহতদের শরীরে কাটা দাগ ও একাধিক বুলেটের আঘাত দেখা যায়। সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে চলে। আরও জানান, পরিস্থিতি এখনো অস্থিতিশীল অবস্থায় আছে।
জাতিগত সংঘর্ষের কারণে এ রাজ্যটি এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত অবস্থায় আছে। ফেডারেল নিরাপত্তা বাহিনীকে রাজ্যটিতে পাঠানো হয়েছে। তারা রাজ্যটিতে অবৈধ অস্ত্রের সন্ধান করছে।
কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/সকাল ১০:৫৫