আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ওয়াজিরাবাদে হামলার শিকার হয়েছেন ইমরান খান। এ সময় পায়ে গুলি লেগে আহত হন তিনি। অনেক আগে থেকেই ইমরানের দাবি, এর পেছনে হাত রয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও পাক সেনাপ্রধানের।
এক সংবাদ সম্মেলনে ইমরান খানের তীব্র সমালোচনা করে রানা সানাউল্লাহ বলেন, তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ওপর আরোপিত অভিযোগের কোনো তথ্য-প্রমাণ দাখিল করতে পারেননি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
গত এপ্রিলে এক সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সরকারের উচ্চপদস্ত আরো দুজন কর্মকর্তা এ গুপ্তহত্যার মূলহোতা।
কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/রাত ১১:২৮