আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান প্রবাহ বন্ধ করার জন্য কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার স্থাপনার বিরুদ্ধে বিমান-বিধ্বংসী ব্যবস্থা উন্নত করার চেয়ে, তাদের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দেওয়া বন্ধ করা সহজ।
জেলেনস্কি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা যায় অন্যান্য দেশে উৎপাদিত প্রায় ৫০টি উপাদান রয়েছে এবং তিনি কিয়েভের কূটনীতিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো অন্য দেশ থেকে পায়। তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে রাশিয়াকে দেওয়া ক্ষেপণাস্ত্রের উপাদান সরবরাহকারী সংস্থাগুলোর তালিকা রয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/বিকাল ৩:২৫