মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, এই আইনের অধীনে নাগরিকদের জন্ম নিবন্ধন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। যেকোনো নাগরিক জন্মের পর পরই তাদের সনদ নাম্বার পাওয়ার অধিকারী হবেন। এটি অপরিবর্তিত হবে। এটা কোনো সময় পরিবর্তন করা যাবে না।
আইনের অধীনে এটি নিবন্ধকের অফিস থাকবে। নিবন্ধকের অফিস নিবন্ধনের কাজটি করবে। নির্বাচন কমিশনের কাজ শুধু ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে। যে সার্ভার আছে তা নির্বাচন কমিশনের অধীন, সেটি কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী নতুন নিবন্ধক থাকবে, তার অধীনে স্থানান্তর হবে। ভোগান্তি দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সব নাগরিকের একটি ইউনিক নাম্বার।