ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই সরকারের সঙ্গে আমরা কোনো দিন আপোষ করব না। এই অস্তিত্বের লড়াই করতে যে যেখানেই আছেন বা যেই পরিচয়েই আছেন তারা আমাদের বন্ধু।
আলাল বলেন, কিছু দিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াত ইসলামী নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোন গোপন চুক্তি হলো যে, জামায়াতকে কর্মসূচি পালন করতে দেওয়া হল। যাই হোক; আমরা এতে খুশি। কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোনো দল। আর জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য। আয়োজক সংগঠনের আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/বিকাল ৪:৫০