ডেস্ক নিউজ : হবিগঞ্জের মাধবপুরে কবিরাজ দেখানোর নাম করে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফারুক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে ফারুক মিয়াকে আটক করে পুলিশ।
আটক ফারুক মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরের কলেজ পাড়ার বাসিন্দা জবান আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার(৭ জুন) মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরের কলেজ পাড়ার বাসিন্দা ফারুক মিয়া কবিরাজ দেখানোর কথা বলে তার মেয়েকে (১৯) কৌশলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে সময় ক্ষেপণ করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার সময় আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দক্ষিণ দিকের মাঠে নিয়ে গিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তার মেয়েকে (১৯) ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতা বৃহস্পতিবার (৮ জুন) মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রাম থেকে ফারুককে আটক করে।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, কন্যা ধর্ষণের ঘটনায় পিতাকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এর আগে আটক ফারুক একবার তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে তারা জানতে পেরেছেন।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/বিকাল ৫:৩০