স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলার অধীনে দুই মৌসুম খেলার অভিজ্ঞতা আছে পুয়োলের। এরপর ফুটবলের বুটজোড়া তুলে রাখেন সাবেক স্পেনের এই ডিফেন্ডার। এই দুই মৌসুমেই পেপ গার্দিওলার দক্ষতা ও বিচক্ষণতার বিষয় ধারণা পান পুয়োল। তার মতে বর্তমানে গার্দিওলা যে অবস্থায় পৌঁছেছে, তাতে তাকে সর্বকালের সেরা দুই-তিনজন কোচের তালিকায় রাখা যায়।
লরিয়াস স্পিরিট অব স্পোর্টসকে পুয়োল বলেন, ‘তার সঙ্গে আমি দুই বছর খেলেছি এবং সত্যি বলতে, তখনই তার মধ্যে নেতৃত্বের গুণাবলি ফুটে উঠত সবকিছুতেই। যেভাবে সে কথা বলত, ক্লাবের প্রতি তার নিবেদন এবং তখনই বোঝা যেত, সে ভালো কোচ হতে পারে। আমার মতে, সে যদি সর্বকালের সেরা নাও হয়, নিশ্চিতভাবেই সেরা দুই-তিন কোচের একজন।’
শনিবার (১০ জুন) চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার ম্যানসিটি। এই ম্যাচ জিততে পারলে, নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরা হবে ম্যানসিটি। তবে পেপ গার্দিওলার জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা এটাই প্রথম নয়, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতছেন তিনি।
এদিকে গার্দিওলার অন্যদের চেয়ে নিজেকে স্বতন্ত্র হিসেবে মেলে ধরেছেন অসাধারণ এক ট্যাকটিশিয়ান হিসেবে। পুয়োল জানালেন, নব্বই দশকের শেষ ভাগে লুই ফন হালের কোচিংয়ে খেলার সময়ই নিজের এই দিকটি ফুটিয়ে তুলতে পেরেছিলেন গার্দিওলা।
পুয়োল বলেন, ‘লুই ফন হাল যখন কোচ ছিলেন, যাকে আমি দারুণ পছন্দ করি, তখনও পেপ মাঝেমধ্যে ডিফেন্সে আমাদের নির্দেশনা দিত নানা কিছু। কখনও তিনজনের রক্ষণভাগ, কখনও চারজনের রক্ষণে পরিণত করত ঘুরিয়ে-ফিরিয়ে।
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচের কথা স্পষ্ট মনে আছে আমার। আমি চমকে গিয়েছিলাম, সে খেলার সময়ই পরিকল্পনা করতে পারত যে কীভাবে সবচেয়ে ভালোভাবে রক্ষণ সামলানো যায়।’বর্তমানে গার্দিওলার সেই দিকটি অনেক সময় আড়ালেই থেকে যায় বলে মনে করেন পুয়োল।
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/দুপুর ১:৫০