স্পোর্টস ডেস্ক : গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দেবেন করিম বেনজেমা। সেটাই সত্যি হয়েছে। রবিবার রিয়ালের পক্ষ ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পরপরই স্পেন ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেয়ার চুক্তি করে ফেলেছেন এই ফরাসী ফরোয়ার্ড। আজ দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেনজেমাকে গত শুক্রবারই আল-ইত্তিহাদ এই প্রস্তাব দিয়েছিল। এবার রোমানো জানালেন, বাৎসরিক ২০ কোটি ইউরোতে দুবছরের জন্য চুক্তির মূল কাগজপত্রে সই করেছেন বেনজেমা। চুক্তি নবায়নের ছাড়া সুযোগ থাকছে। কাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন বেনজেমা। এরপর সৌদিতে পাড়ি জমাবেন ফরাসি এই তারকা ফুটবলার।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সৌদি লিগে যোগ দেয়া দ্বিতীয় ব্যালন ডি অর খেলোয়াড় করিম বেনজেমা।
রবিবার রিয়াল মাদ্রিদের হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে সব আলো হয়তো কেড়ে নিলেন করিম বেনজেমা। পিছিয়ে পড়া রিয়ালকে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান তিনি। ক্লাবের হয়ে নিজের ৩৫৪তম গোলের পরপরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান রিয়াল সমর্থকরা।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/বিকাল ৫:২৭