আন্তর্জাতিক ডেস্ক : আগামী জুলাই মাস থেকে দৈনিক তেল উৎপাদন ১০ লাখ ব্যারেল কমাতে যাচ্ছে সৌদি আরব। উৎপাদন বাড়ার কারণে দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
রোববার সৌদি জ্বালানি মন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওপেক ও এর সঙ্গে জোটবদ্ধ দেশগুলো বিশ্বের মোট তেলের প্রায় ৪০ ভাগ উৎপাদন করে।
ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের বৈঠক শেষে সৌদি আরব এই সিদ্ধান্ত নেয়। তবে সৌদি একাই নয় জোটগতভাবে মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে। যেখানে সৌদি আরব একা ১০ লাখ ব্যারেল উৎপাদন কমাবে।
২০২৪ সালের শেষ নাগাদ সৌদিসহ বাকী সদস্যরা মিলে প্রতিদিন মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমাবে।
ফলে উৎপাদন হ্রাস করলে তা তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্ক করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/সকাল ১০:৪১